thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

শিগগিরই মজুরি সমস্যা সমাধানের ইঙ্গিত আতিকুলের

২০১৩ নভেম্বর ১৩ ২১:৫৪:২৮
শিগগিরই মজুরি সমস্যা সমাধানের ইঙ্গিত আতিকুলের

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : শিগগিরই তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি সমস্যা সমাধান হচ্ছে- এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম।

মজুরি বোর্ড তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করলে মালিকরা তা প্রত্যাখ্যান করেন। আবার মালিকদের ন্যূনতম মজুরি ৪ হাজার ২৫০ টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শ্রমিকরা।

এ নিয়ে তৈরি পোশাক শিল্পে চরম অসন্তোষ বিরাজ করছে। মালিকরা একের পর এক কারখানা বন্ধ করে দিচ্ছেন। শ্রমিক অসন্তোষের কারণে বুধবার আশুলিয়ার সব কারখানা বন্ধ রাখা হয়।

এ পরিস্থিতিতে রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গার্মেন্ট মালিকদের বৈঠকে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসা যেতে পারে বলে ইঙ্গিত দিলেন বিজিএমইএ সভাপতি।

(দিরিপোর্ট২৪/এআই/এনডিএস/নভেম্বর ১১৩,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর