thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আসছে ‘ভালোবাসি বাংলাদেশ’

২০১৩ নভেম্বর ১৩ ২১:৫৬:১৯
আসছে ‘ভালোবাসি বাংলাদেশ’

দিরিপোর্ট২৪ডেস্ক : শুধুমাত্র দেশের গান নিয়ে ব্যতিক্রমী একটি রিয়েলিটি শো শুরু করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশন। দেশের গান গাইতে পারেন এমন সব বয়সের শিল্পীদের অংশ নিতে পারবেন ‘ভালোবাসি বাংলাদেশ’শিরোনামের এই অনুষ্ঠানে।

বর্তমানে এসএমএস-এর মাধ্যমে প্রতিযোগীদের নিবন্ধন প্রক্রিয়া চলছে। আগ্রহীরা চাইলে এখনই নিবন্ধন করতে পারেন। নিবন্ধনের জন্য মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে B B <নাম> স্পেস <বয়স> স্পেস <জেলা> লিখে পাঠাতে হবে ১৬২৩৯ নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে।

(দিরিপোর্ট২৪/আইএফ /আইজেকে/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর