thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

পাবনাসহ উত্তরাঞ্চলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

২০১৩ নভেম্বর ১৪ ০৯:৫৮:১০
পাবনাসহ উত্তরাঞ্চলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পাবনা সংবাদদাতা : পাবনাসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিরোধী দলীয় নেত্রীর বিশেষ সহকারী ও পরিবহন নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে ধর্মঘট ডাকা হয়েছিল।

পাবনা জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সভাপতি শহিদুল্লাহ শেখ বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সরকার পক্ষের ফলপ্রসু আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে শিমুল বিশ্বাসকে জামিন দেবার আশ্বাস দেয়া হয়। এ করণে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে উত্তরাঞ্চল কমিটির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।’

শহিদুল্লাহ শেখ জানান, পাবনায় মাইকিং করে জনগণ ও পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানানো হচ্ছে। আশা করছি কিছুক্ষনের মধ্যেই যান চলাচল শুরু হবে।

(দিরিপোর্ট/এএসআর/এমসি/নভেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর