thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

‘অভিভাবক হারালো জাতি’

২০১৪ এপ্রিল ০৯ ১৯:১৮:২০
‘অভিভাবক হারালো জাতি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক এবিএম মূসার মৃত্যুতে জাতি এক সাহসী দেশপ্রেমিক অভিভাবককে হারালো বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় প্রয়াত এ সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাতে ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তারা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমি ছোট বেলা থেকেই মূসা ভাইকে চিনি। তিনি লেখনীর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতেন। আমাদের জন্য তার লেখা ছিল মূল্যবান। তার মৃত্যুতে আমাদের জন্য বিরাট ক্ষতি হয়েছে। আমরা এক মুরুব্বিকে হারালাম।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমরা সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু কিছু কিছু মানুষের মৃত্যু মেনে নেওয়ার নয়। তিনি ছিলেন আমাদের দেশের সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র।’

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এবিএম মূসার মৃত্যু অপূরণীয় ক্ষতি। তিনি নির্দ্বিধায় যেকোনো বিষয়ে, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লিখতে পারতেন।’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, ‘তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি সাংবাদিকদের কাছে শিক্ষকের মতো ছিলেন।’

এ ছাড়াও এবিএম মূসার বাসায় এসেছিলেন সংসদ সদস্য শিরিন আক্তার, ইউজিসির চেয়ারম্যান একে আজাদ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, আনিসুল হক, রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।

প্রবীণ সাংবাদিক এবিএম মূসা রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে মারা যান। ৮৩ বছর বয়সী প্রখ্যাত এ সাংবাদিক ও কলাম লেখক বেশ কয়েক দিন আগে থেকেই ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার রাত আড়াইটার দিকে তার শরীরে অক্সিজেন কমে যাওয়াসহ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে লাইফসাপোর্টে রাখা হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/আরকে/এপ্রিল ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর