thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত ফাহমিদা

২০১৩ নভেম্বর ১৪ ১০:২৭:১৯
নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত ফাহমিদা

দিরিপোর্ট প্রতিবেদক : ফাহমিদা নবী নতুন একটি আধুনিক গানের অ্যালবামের কাজ করছেন। এরই মধ্যে চারটি গানের রেকর্ডিংয়ের কাজও শেষ করেছেন তিনি।

নতুন এই অ্যালবামের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শান। অ্যালবামের জন্য গান লিখেছেন সুমন, হাসনাত মোহসীন, নাজিব প্রমুখ।

এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘শান সত্যিই অনেক ভালো কাজ করে। তার গানে গজল ঘরানার একটা আমেজ আছে, যা আমার খুবই ভালো লাগে। সুরে মাদকতা না থাকলে, সেই সুর মন ছুঁয়ে যায় না।’

তিনি বলেন, ‘কিছু গান থাকে, যা ঘরোয়া আড্ডায় শুনতে ভালো লাগে। ঠিক তেমন শান্ত কিছু গান করছি এবার। যেমনটি করেছিলাম ‘দুপুরের একলা পাখি’ অ্যালবামে। আমার বিশ্বাস এই গানগুলোও শ্রোতাদের ভালো লাগবে।’

সব মিলিয়ে যদি নিজেরা সন্তুষ্ট হতে পারেন, তবেই ভালোবাসা দিবসে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন। তবে অ্যালবামটির নাম এখনও চূড়ান্ত হয়নি।

(দিরিপোর্ট/এমসি/নভেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর