thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ক্যালিফোর্নিয়ায় নৌঘাঁটিতে দুর্ঘটনায় ৪ সেনা নিহত

২০১৩ নভেম্বর ১৪ ১০:৫৯:১৬
ক্যালিফোর্নিয়ায় নৌঘাঁটিতে দুর্ঘটনায় ৪ সেনা নিহত

দিরিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নৌঘাঁটিতে দুর্ঘটনায় চার সেনা নিহত হয়েছে।

সান ডিয়েগোর কাছে ক্যাম্প পেন্ডলেটনে বুধবার সকালে অস্ত্র পরিস্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে এক নৌকর্মকর্তা জানিয়েছেন।

এ ব্যাপারে নৌবাহিনীর এক মুখপাত্র জানান, এ দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তবে, নিহতদের নাম ও দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ব্রিগেডিয়ার জেনোরেল জন ডাব্লিউ বুলার্ড বলেন, ‘এই দুর্ঘটনায় নিহত সেনাদের পরিবারের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাই। এই দুঃসময়ে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান কাজ।’

গত মার্চ মাসে নেভাদাতে প্রশিক্ষণ চালাকালে দুর্ঘটনায় সাতজন মার্কিন নৌসেনা নিহত হন। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর