thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

তিস্তায় রোডমার্চ-গাড়িবহর থেকে কাওসার আজম

রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা

২০১৪ এপ্রিল ১০ ১০:২১:৫৭
রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা শুরু করেছে।

রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে রোডমার্চের গাড়িবহর বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তিস্তা ব্যারেজের উদ্দেশে রওনা দেয়।

পথে রংপুরের পাগলা পীর ও নীলফামারীর জলঢাকায় সংক্ষিপ্ত সমাবেশ করার কথা রয়েছে।

বিকেল ৪টায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজসংলগ্ন দোয়ানীবাজারে সমাবেশের মাধ্যমে তিন দিন ধরে চলা রোডমার্চ কর্মসূচি শেষ হবে করবে গণতান্ত্রিক বাম মোর্চা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পানির ন্যায্য হিস্যার দাবিতে তিন দিনের রোডমার্চ কর্মসূচির গাড়িবহর জাতীয় প্রেস ক্লাব থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা শুরু করেছিল।

পথে গাজীপুর চৌরাস্তা, টাঙ্গাইল, বগুড়ার সাতমাথা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি, রংপুরের মিঠাপুকুর ও রংপুর পায়রা চত্বরে সমাবেশ করে গণতান্ত্রিক বাম মোর্চা।

এ সব সমাবেশে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

(দ্য রিপোর্ট/কেএ/আরজে/এসবি/শাহ/এপ্রিল ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর