thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

চীনে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১

২০১৩ নভেম্বর ১৭ ০৯:৫১:৫৮
চীনে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১

দিরিপোর্ট ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে সহিংসতাপূর্ণ জিনজিয়াং প্রদেশের একটি পুলিশ স্টেশনে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

ঐতিহ্যবাহী কাশগার শহরের কাছে বাচু জেলার সেরিবকবুয়া শহরে শনিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে বলে প্রাদেশিক সরকার জানিয়েছে।

হামলাকারীরা কুড়াল ও ছুরি নিয়ে হামলা চালায়। নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তাও রয়েছে। এছাড়া এ হামলায় আরো দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এ ব্যাপারে রবিবার সরকার ও পুলিশের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি বলে এপির প্রতিবেদনে জানা গেছে।

জিনজিয়াং প্রদেশে দীর্ঘদিন ধরেই স্থানীয় তুর্কি মুসলিম বংশোদ্ভূত উইঘুর গোষ্ঠী চীনের কেন্দ্রীয় শাসকদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। তবে, এবছর সহিংসতা রক্তক্ষয়ী রূপ নিয়েছে। রাজধানী বেইজিংসহ জিনজিয়াং প্রদেশে বেশ কয়েকবার সহিংসতার ঘটনা ঘটেছে। সূত্র: এপি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর