thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বেনাপোলে ব্যাংক জটিলতায় পণ্য খালাস হচ্ছে না

২০১৩ নভেম্বর ১৭ ১০:৫৮:৪৩
বেনাপোলে ব্যাংক জটিলতায় পণ্য খালাস হচ্ছে না

বেনাপোল সংবাদদাতা : বেনাপোল স্থলবন্দর হরতালের কারণে ৭ দিন খোলা থাকার ঘোষণা দিলেও তা সোনালী ব্যাংকের জন্য কার্যকর হচ্ছে না। ব্যাংক চালান জমা না নেওয়ায় ব্যবসায়ীরা পণ্য খালাস করতে পারছে না।

বেনাপোল বন্দরের সিএন্ডএফ ব্যবসায়ী শাহাবুদ্দিন গোলদার জানান, কাস্টম এবং বন্দরের কাজের সঙ্গে ব্যাংকের কাজ যুক্ত থাকায় ব্যবসায়ীরা সাপ্তাহিক ছুটিরদিন পচনশীল মাল ছাড়া অন্য কোনও পণ্য খালাস করতে পারছে না। ব্যাংক শুধু পচনশীল মালের চালান জমা নিচ্ছে। অন্য কোনও পণ্যের চালান জমা নিচ্ছে না। ফলে ব্যাংক চালান জমা না নেওয়ায় ব্যবসায়ীরা পণ্য খালাস করতে পারছেন না।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু দিরিপোর্টকে জানান, বেনাপোল বন্দর হরতালের জন্য ব্যবসায়ীদের সুবিধা ও সরকারের রাজস্ব পুষিয়ে নিতে সরকার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার নির্দেশ দেয়। সে অনুযায়ী বন্দর এবং কাস্টমস অফিস খোলা থাকলেও ব্যবসায়ীরা ব্যাংক থেকে চালান আনতে না পারায় সব ধরনের পণ্য খালাস দেওয়া সম্ভব হচ্ছে না। তবে পচনশীল মালের চালান তারা নিয়ে আসছে।

(দিরিপোর্ট/এমএআর/এপি/জেএম/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর