thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

২০১৩ নভেম্বর ১৭ ১১:৩২:০৯
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

দিরিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আফগান আদিবাসী নেতাদের তাবু থেকে মাত্র একশ’ মিটার দূরে শনিবার এ হামলার ঘটনা ঘটে। ওই তাবুতেই বৃহস্পতিবার আফগান নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তির ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ওই হামলায় নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা একটি বিস্ফোরণ ভর্তি গাড়ি নিয়ে একটি আফগান সেনাবাহিনীর গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। সেনাসদস্যদের সন্দেহ হলে তারা ওই গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পরে গাড়িটিতে থাকা বোমা বিস্ফোরিত হয়।

তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এদিকে এ ঘটনার কয়েক ঘণ্টা আগে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই জানান, নিরাপত্তা চুক্তির ব্যাপারে এরই মধ্যে একটি খসড়া করা হয়েছে। তবে, এখনো কোনো কোনো ব্যাপারে দ্বিমত রয়েছে বলে জানান তিনি।

তিনি দেশটির পার্লামেন্ট লয়া জিরগায় তালেবানদেরও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা তাদের লয়া জিরগায় এসে তাদের মন্তব্য ও অভিযোগ জানানোর আমন্ত্রণ জানিয়েছি।’

২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটো-নেতৃত্বাধীন বিদেশি সেনাদের প্রত্যাহার করা হলেও পাঁচ থেকে ১০ হাজার মার্কিন সেনা আফগানিস্তানেই অবস্থান করবে। মর্কিন সেনারা আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেবে। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর