thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

শচীনের জন্য ধারাভাষ্যকার আমির

২০১৩ নভেম্বর ১৭ ১১:৪৯:৪০
শচীনের জন্য ধারাভাষ্যকার আমির

দিরিপোর্ট ডেস্ক : ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীনের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচের খেলাটি উপভোগ করতে গিয়েছিলেন আমির খান। শচীনের দারুণ ভক্ত আমির শুধু ম্যাচ দেখেই সন্তুষ্ট হননি। রবি শাস্ত্রি এবং হার্ষা ভোগলের সঙ্গে ম্যাচের কিছুটা অংশ ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেছে তাকে।

ধারাভাষ্যে আমির শচীনের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করে তিনি জানান, জরুরি কাজ থাকা সত্ত্বেও সব বাদ দিয়ে তিনি শচীনের শেষ ম্যাচটি দেখতে গিয়েছিলেন।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে যদি চলচ্চিত্র বানানো হয় তাহলে শচীনের চরিত্রে অভিনয় করতে ইচ্ছা প্রকাশ করেছেন মি. পারফেকশনিস্ট। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি সুযোগ পেলে শচীনের চরিত্রে অবশ্যই অভিনয় করবো। তবে সেক্ষেত্রে চিত্রনাট্য আমার পছন্দ হতে হবে।’ আমির তার বহুপ্রতীক্ষিত অ্যাকশনভিত্তিক সিনেমা ‘ধুম থ্রি’র টাইটেল সংটি উৎসর্গ করেছেন শচীনের জন্য।

(দিরিপোর্ট/এমসি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর