thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ভিয়েতনামে প্রবল বন্যায় ২৮ জনের প্রাণহানি

২০১৩ নভেম্বর ১৭ ১৪:০২:১৮
ভিয়েতনামে প্রবল বন্যায় ২৮ জনের প্রাণহানি

দিরিপোর্ট ডেস্ক : ভিয়েতনামে শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বন্যায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে এবং নয়জন নিখোঁজ রয়েছেন।

প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন ৮০ হাজার মানুষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বন্যার কারণে কুয়াং নগাই প্রদেশে নয়জন নিহত ও চারজন নিখোঁজ রয়েছেন। বন্যার পানি ১৯৯৯ সালের রেকর্ড ভেঙে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে দেশটির থানহ নেইল সংবাদপত্র রবিবার জানিয়েছে।

দেশটির ১৫টি হাইড্রো পাওয়ার প্লান্টের স্লুইস গেট খুলে দেওয়ার পর বন্যার পানি দ্রুত বৃদ্ধি পায় বলে ওই সংবাদপত্র জানিয়েছে।

বন্যার কারণে প্রায় এক লাখ বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।

দেশটির কফি উৎপাদনশীল এলাকা জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রায়ই বন্যা ও ঝড়ের কবলে পড়ে। ওই এলাকায় রবিবার আরো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সূত্র: এএফপি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর