thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কলকাতায় ইন্দো-বাংলা আর্ট ক্যাম্প শুরু

২০১৩ নভেম্বর ১৭ ১৪:২৯:৩৪
কলকাতায় ইন্দো-বাংলা আর্ট ক্যাম্প শুরু

সুমন মুশাফির, কলকাতা

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে শনিবার শুরু হয়েছে ইন্দো বাংলা ‘আর্ট ক্যাম্প’। তিনদিনের এই আর্ট ক্যাম্প চলবে সোমবার পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত দুই দেশের বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পকে তুলে ধরবেন চিত্রাঙ্কনের মাধ্যমে।

বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন বিখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী, কায়ুম চৌধুরী, মনিরুল ইসলাম, কালিদাস কর্মকার, ফরিদা জামান ও তাহেরা চৌধুরী। কলকাতা থেকে অংশগ্রহণ করেছেন অমিতাভ সেন, শেখর সরকার, চন্দনা সেন, সুখময় মজুমদার, পার্থ প্রতিম মন্ডলসহ মোট পনেরজন শিল্পী।

রফিকুন নবী বলেন, ‘কলকাতাকে আমি কখনও বিদেশ ভাবি না। কারণ আমরা একই ভাষায় কথা বলছি, একই কবিতা আবৃত্তি করছি তাই এখানে অংশগ্রহণ করে আমার বেশ ভালো লাগছে।

কায়ুম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদিও খুব ভালো নয় তবু আমরা যখন আসি তখন হরতাল ছিল না। তবে তার মধ্যে কলকাতায় আর্ট ক্যাম্প করে বেশ আনন্দ লাগছে।

ফরিদা জামান বলেন, ‘এখানে এসে এপার বাংলার চিত্রশিল্পীদের সঙ্গে অংশগ্রহণ করে শিল্পের আদান প্রদানে নিজেকে অনেকটা উর্ধ্বে তুলতে পারছি।’

অপরদিকে ভারতের অন্যতম শিল্পী অমিতাভ সেন বলেন, ‘বাংলাদেশে শিল্পের গতিপ্রকৃতি এখন অনেক উন্নত হয়েছে। তাই আমার মনে হয় ভারতসহ সমগ্র বিশ্বে বাংলাদেশের শিল্পের বিস্তৃত করা দরকার।’

(দিরিপোর্ট/এসএম/এমসি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর