thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ঋষিজ শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ

২০১৪ এপ্রিল ১৪ ১০:৫৪:৫৯
ঋষিজ শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : `জাগো নব আনন্দে, ঐতিহ্যের ৩১ বছর’ এই স্লোগানের মাধ্যমে নতুন বছর ১৪২১ কে বরণ করল ঋষিজ শিল্পীগোষ্ঠী।

সোমবার রাজধানীর জিয়া শিশুপার্কের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, বাঙালির এই উৎসবকে সবাই উপভোগ করেন। এ অনুষ্ঠানের মাধ্যমে অসাম্প্রদায়িক ও গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মেনন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনজনকে গুণী সংবর্ধনা দেওয়া হয়।

যাদেরকে সংবর্ধিত করা হয়েছে তারা হলেন- আবৃত্তিকার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্য ব্যক্তিত্ব ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী ও গীতিকার ড. তপন বাগচী।

ঋষিজের সভাপতি গণসঙ্গীত গায়ক ফকির আলগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আব্দুল জাব্বার, মনোরঞ্জন ঘোষাল, মীনা বড়ুয়া প্রমুখ গান পরিবেশন করেন।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/এজেড/এপ্রিল ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর