thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

আল মাহমুদের কবিতা

উদয় পথের সকাল বেলা

২০১৪ এপ্রিল ১৪ ১২:০৪:০৮
উদয় পথের সকাল বেলা











চলছি আমি চলার পথে বলার কথা
আছে আমার—
আমার সামনে পর্দা কেন কীসের আঁধার!

যাচ্ছি আমি উদয় পথের সকাল বেলা
আসছি ছেড়ে ঘর-সংসার মধুর খেলা।
ঠেলা দিয়ে কে আমাকে নামায় পথে?
আমিতো তার মুখ দেখিনি আড়াল হতে।

তবু আমায় কে যেন হায় বলছে-ওরে,
“আমি যে তোর মা হই ওরে, দাঁড়াও ঘুরে।”
আমার মায়ের এই চেহারা এইতো স্বদেশ

------এই মাটিতে ঘুমোতে চাই,
------------------ -----একটু আবেশ।
ক্লান্ত আমি শ্রান্ত আমি, তবু তো হায়-
যাচ্ছি ভেসে কার আদেশে কীসের মায়ায়!
পায়ের তলায় এই যে জমিন, মাতৃভূমি—
আমি বলি স্বর্গাদপী, গরিয়সী, চুমি চুমি।

[শ্রুতিলিখন : আবিদ আজম]

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর