thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ডিআরইউর আয়োজনে বর্ষবরণ

২০১৪ এপ্রিল ১৪ ১২:২৫:৪৩ ২০১৪ এপ্রিল ১৪ ০১:২০:০০
ডিআরইউর আয়োজনে বর্ষবরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে দিনব্যাপী শুভ বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটির সামনে সোমবার সকালে দেশের বিশিষ্ট শিল্পী ও ডিআরইউ সদস্য শিল্পীদের অংশগ্রহণে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোব্যাট দল তাদের ৪৮তম শারীরিক কসরত প্রদর্শন করে।

সাংবাদিক দম্পতি ও তাদের সন্তানরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সকাল সাড়ে ৮টায় বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে মধ্যাহৃভোজ। মেনু হিসেবে ছিল সাদা ভাত, দেশি মুরগির রোস্ট ও ইলিশ ভাজা। এ ছাড়া সবজি, শুঁটকি ভর্তা, আমের ডাল, সালাদ, কোমল পানীয় ও পান-সুপারিও ছিল।

দুপুর ১২টার দিকে শুভেচ্ছা বক্তব্যে ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী বলেন, ‘আজকে বাংলা নববর্ষের দিনে আমাদের প্রত্যাশা, আগামী দিনের বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত।’

ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘বাংলা নববর্ষ দেশের মানুষের জন্য একটি সর্বজনীন উৎসব। এখানে সবাই মিলে একসঙ্গে দিনটি উদযাপন করি। দিনটি আমাদের জন্য অনেক বেশি আনন্দ ও উৎসবের।’

বিকেল সাড়ে ৩টায় শেষ হয় অনুষ্ঠানমালা।

(দ্য রিপোর্ট/এমএইচ/কেএ/এসবি/এজেড/এপ্রিল ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর