thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

জবির মঙ্গল শোভাযাত্রা

২০১৪ এপ্রিল ১৪ ১২:৪০:৫৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব।

এ আয়োজনে সঙ্গে ছিল পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠন। পহেলা বৈশাখ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও পুরান ঢাকার নর্থব্রুক হল রোড, বাংলাবাজর, পাটুয়াটুলী, ইসলামপুর রোড, বাবুবাজার, তাঁতীবাজার, রায়সাহেব বাজার মোড়, জনসন রোড, লক্ষ্মীবাজার হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।

শিক্ষার্থীরা বিভিন্ন রঙের মুখোশ, ঢাক-ঢোল, বাঁশিসহ নেচে-গেয়ে শোভাযাত্রাটি উৎযাপন করেন। শোভাযাত্রা শেষে উদীচী লাঠিখেলার আয়োজন করে।

(দ্য রিপোর্ট/এলআরএস/এফএস/এসবি/এজেড/এপ্রিল ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর