thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মিশরের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

২০১৩ নভেম্বর ১৭ ১৫:৩১:৪০
মিশরের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

দিরিপোর্ট ডেস্ক : মিশরের সেনাবাহিনী ও দেশটির অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতির অভিযোগ এনেছে যুক্তরাজ্যের একদল আইনজীবী। দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতচ্যুতির পর সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও গুমের অভিযোগ আনেন তারা।

শনিবার প্রকাশিত ওই প্রতিবেদেনে আইনজীবীরা সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন।

আইনজীবীদের দলটি আগস্ট মাস থেকে সেনাবাহিনীর কার্যক্রমের ব্যাপারে অনুসন্ধান চালায়। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যই ওই প্রতিবেদনে স্থান পেয়েছে।

দলটির প্রধান তায়েব আলী এ ব্যাপারে বলেন, ‘আমাদের অনুসন্ধানে আমরা হত্যা, বেআইনি আটক, নির্যাতন, একটি বিশেষ দলের বিরুদ্ধে নিপীড়ন ও জোরপূর্বক গুম ও এ ধরনের অন্যান্য অমানবিক কার্যক্রম, ইচ্ছাকৃতভাবে শরীর ও মনের ক্ষতিসাধনের মতো অপরাধের প্রমাণ পেয়েছি।’

তাদের সন্দেদভাজনের তালিকায় উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা ও সৈনিকও রয়েছেন।

আইনজীবীদের এই দলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার আইনজীবী মাইকেল ম্যানসফিল্ড ও দক্ষিণ আমেরিকার আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ জন ডুগার্ডও রয়েছেন। সূত্র: আল-জাজিরা

(দিরিপোর্ট/কেএন/এইচএসএম/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর