thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

টেলিহোমের তারকাময় বৈশাখ

২০১৪ এপ্রিল ১৪ ১৮:২০:৪৩
টেলিহোমের তারকাময় বৈশাখ

ইসহাক ফারুকী, দ্য রিপোর্ট : ‘এসো হে বৈশাখ’ গানটি দিয়েই শুরু হলো বছরের প্রথম দিন। আর সব দিনের মতো পয়লা বৈশাখে শুটিং নেই তাই ব্যস্ততা দেখালেন না তারকারা। টেলিহোমের আমন্ত্রণে সকাল ১০টা থেকেই রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে তারকাদের আনাগোনা বাড়তে থাকে।

যেই তারকা আসছেন, টেলিহোমের কর্ণধার আলী বশির ও তার স্ত্রী উপস্থাপিকা শামীমা শাম্মী তাদের অভ্যর্থনা জানিয়েছেন। আলী বশির সবার গায়ে পরিয়ে দিয়েছেন বৈশাখের উত্তরীয়।

স্টেজে চলছে গান। কণ্ঠশিল্পী কর্ণিয়া, সাব্বিরসহ পাওয়ার ভয়েসের শিল্পীরা গান পরিবেশন করে উপস্থিত তারকাদের আনন্দ দিয়েছেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত।

তারকাদের মধ্যে এসেছেন- আবুল হায়াৎ, মাসুদ আলী খান, শর্মিলী আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, এস এম মহসিন, ড. ইনামুল হক, ডলি জহুর, মাসুম রেজা, শিরিন বকুল, মুনিরা ইউসুফ মেমী, শারমিন শীলা, ফারজানা ছবি, সজল, ফারহানা নিশো, তারিন, রিচি সোলায়মান, তানভিন সুইটি, নোভা ফিরোজ, বিন্দু, বাঁধন, শারমিন যোহা শশী, বিদ্যা সিনহা মিম, সুষমা সরকার, সিদ্দিকুর রহমান, স্বাগতা, তুষ্টি, মাজনুন মিজান, সাব্বির আহমেদ, সিজান, বিথী রানী সরকার, জুঁই, মুসাফির বাচ্চু প্রমুখ।

তারকা দম্পতিদের মধ্যে এসেছেন- সৈয়দ হাসান ইমাম-লায়লা হাসান, পীযূষ বন্দ্যোপাধ্যায়-জয়শ্রী বন্দোপাধ্যায়, শাহেদ আলী সুজন-দীপা খন্দকার, বৃন্দাবন দাস-শাহনাজ খুশি, মোস্তফা সরয়ার ফারুকী-নুসরাত ইমরোজ তিশা, আজিজুল হাকিম-জিনাত হাকিম, তৌকির আহমেদ-বিপাশা হায়াৎ, শোয়েব-মৌসুমী নাগ, শাহেদ-নাতাশা, হিল্লোল-নওশীন প্রমুখ।

পরিচালকদের মধ্যে এসেছেন- ফেরদৌস হাসান, সালাহউদ্দিন লাভলু, অরণ্য আনোয়ার, চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, দীপঙ্কর দীপন, আরিফ হোসেন, সাগর জাহান, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, শাহীন কবির টুটুল, ইশতিয়াক আহমেদ রোমেল, সাইফ চন্দন প্রমুখ।

বিকাল সাড়ে ৪টায় মূল অনুষ্ঠান শেষ হয়। তারকাদের এই মহোৎসবে শেষ মুহূর্তে আয়োজক আলী বশির দ্য রিপোর্টকে বলেন, ‘ভালোভাবেই আয়োজনটি শেষ করতে পেরেছি। আসলে সবার অংশগ্রহণে এই বৈশাখ আরও রঙিন হয়ে উঠল। প্রতিবারের মতো আয়োজনটি স্বার্থক হয়েছে দেখে ভালো লাগছে।’

(দ্য রিপোর্ট/আইএফ/এমডি/এজেড/এপ্রিল ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর