thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সবচেয়ে বেশি টুইট সৌদি আরবে

২০১৩ নভেম্বর ১৭ ১৫:৫৫:২৩
সবচেয়ে বেশি টুইট সৌদি আরবে

দিরিপোর্ট ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে অন্যতম জনপ্রিয় হলো মাইক্রোব্লগিং সাইট টুইটার। নিজের মনের কথা অল্প শব্দে প্রকাশের জন্য টুইটারের জুড়ি নেই। সম্প্রতি টু্‌ইটারে সবচেয়ে বেশি সক্রিয় দেশের তালিকা দেখে অনেকে বিস্মিত হয়েছেন। একটি দেশের ইন্টারনেট ব্যবহারকারীর মোট কত ভাগ টুইটার ব্যবহার করেন তার উপর একটি রিপোর্ট প্রকাশ করেছে ‘স্টাটিস্টা’ নামের একটি সাইট। সাইটটি জানাচ্ছে সবচেয়ে বেশি টুইট হয় সৌদি আরব থেকে। যা দেশটির ইন্টারনেট ব্যবহারকারীদের এক-তৃতীয়াংশ।

এই গবেষণায় টুইটারে লগ ইন করা সদস্যদের চেয়ে গুরুত্ব দেয়া হেয়েছে যারা নিয়মিত টুইট করে থাকেন তাদের সংখ্যার উপর। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো ৪০ ভাগ টুইটার সদস্য মাসে একটিও টুইট করেন না।

স্টাটিস্টা টুইটার ব্যবহারকারী দশটি দেশকে এই তালিকায় রেখেছে। দেখা যাচ্ছে মাইক্রোব্লগটির নিজের দেশ রয়েছে ৮ নাম্বার স্থানে। যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যবহারকারীদের মাত্র ১১ ভাগ টুইট করে থাকে। এছাড়া তালিকায় থাকা অন্য দেশগুলো হলো ইন্দোনেশিয়া, স্পেন, ভেনেজুয়েলা, আজের্ন্টিনা, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জাপান ও কম্বোডিয়া।

(দিরিপোর্ট/ডব্লিউএস/এমডি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর