thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

জেএমবি নেতা আরশাদুলকে ছেড়ে দিয়েছে পুলিশ

২০১৪ এপ্রিল ১৫ ১৪:৫৫:৩৭
জেএমবি নেতা আরশাদুলকে ছেড়ে দিয়েছে পুলিশ

চট্টগ্রাম অফিস : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ সংগঠক আরশাদুল আলমকে অবশেষে ছেড়ে দিয়েছে পুলিশ।

বিস্ফোরক আইনের দু’টি মামলায় ৯ বছর সাজাভোগ শেষে সোমবার সকাল ১০টার দিকে আরশাদুল কারাগার থেকে মুক্তি পান। নগর গোয়েন্দা পুলিশ কারাফটক থেকে তাকে নিজেদের হেফাজতে নেয়। গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সোমবার রাত ১২টার দিকে আবারও তাকে ছেড়ে দেওয়া হয়।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার আরশাদুল আলমকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯ বছর কারাগারে থাকার পর তার আচরণ ও চিন্তায় অনেক পরিবর্তন এসেছে। জঙ্গিবাদী কার্যাক্রমে সে আর আগ্রহী নয়। তার বিষয়ে উচ্চপর্যায়ে কথাবার্তার পর ছেড়ে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এমএআর/আরকে/এপ্রিল, ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর