thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

স্বামীর দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যু

২০১৪ এপ্রিল ১৫ ১৬:১৪:৪৮
স্বামীর দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রাম অফিস : স্বামীর দেওয়া আগুনে রোজি আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে ১০ এপ্রিল ভোরে স্বামী জয়নাল আবেদীন ঘুমন্ত রোজির গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। দগ্ধ অবস্থায় ওই দিন সকালে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

রোজির খালা আমেনা বেগম বলেন, ৬ বছর আগে রাঙ্গুনিয়ার রাণীরহাট এলাকার মো. জয়নাল আবেদীনের সঙ্গে রাউজান উপজেলার সর্তাপাড়া গ্রামের মেয়ে রোজির বিয়ে হয়। তাদের সংসারে সাড়ে ৩ বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তার ওপর প্রায়ই নির্যাতন চালাত।

এ ঘটনায় নিহতের স্বামী জয়নালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/সা/এপ্রিল ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর