thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

শেষ হলো মন্ত্রিসভা বৈঠক, শিগগিরই সর্বদলীয় সরকার

২০১৩ নভেম্বর ১৭ ১৬:৫৪:৫৭
শেষ হলো মন্ত্রিসভা বৈঠক, শিগগিরই সর্বদলীয় সরকার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : শেষ হলো মহাজোট সরকারের বর্তমান কাঠামোর মন্ত্রিসভা বৈঠক। শিগগিরই গঠিত হবে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার।

রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর দুইজন জ্যেষ্ঠ মন্ত্রী দিরিপোর্ট২৪কে এ তথ্য জানান।

এদের একজন মন্ত্রী জানান, মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় আসে সর্বদলীয় সরকার গঠনের বিষয়টি। এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনের সময় দলীয় সরকারের দায়িত্ব পালনের উদাহরণ আছে। আমাদের দেশেও বর্তমান মহাজোট সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আমরা ইতোমধ্যে বলে দিয়েছি, নির্বাচনের সময় সর্বদলীয় সরকার গঠন করা হবে। এজন্য শিগগিরই মন্ত্রিসভা পুনর্গঠনের মাধ্যমে ছোট করা হবে। এতে সংসদে প্রতিনিধিত্বশীল অন্যান্য দলের সংসদ সদস্যরা যোগ দেবেন।

অপর মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী জানিয়েছেন বর্তমান কাঠামোতে এটাই শেষ মন্ত্রিসভা বৈঠক। কবে নাগাদ সর্বদলীয় সরকার গঠন করবেন তা অনির্ধারিত আলোচনায় জানাননি প্রধানমন্ত্রী। তবে দুই মন্ত্রীই মনে করেন, আগামী সাত দিনের মধ্যে এ সরকার গঠন করা হতে পারে।

মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রশ্নের জবাবে বলেন, মন্ত্রিপরিষদ সদস্যদের পদত্যাগপত্র এখনো তার হাতে এসে পৌঁছায়নি।

মন্ত্রীদের স্বপদে বহাল থাকা নিয়ে একাধিক উকিল নোটিশ দেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাধারণত উকিল নোটিশের জবাব দেওয়া হয় না। তবে আদালতের নির্দেশনাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। এ বিষয়ে আদালতের কোন নির্দেশনা পাইনি।

তবে মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে মোশাররাফ হোসাইন বলেন, এটি একান্তই প্রধানমন্ত্রীর বিষয়। তিনি আবার কখন বৈঠক আহ্বান করবেন তা তিনিই জানেন।

প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মৌখিক অনুমতি নেওয়া হবে কিনা- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি আইনের ব্যাখ্যার বিষয়। এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এআইএএম/এমডি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর