thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

বিএনপি-জামায়াতের হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু

২০১৩ নভেম্বর ১৭ ১৭:১৩:২০
বিএনপি-জামায়াতের হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু

রংপুর সংবাদদাতা : বিএনপি-জামায়াতের হামলায় আহত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের মৃত্যু হয়েছে।

সুন্দরগঞ্জ থানার এসআই (উপপরিদর্শক) রজব আলী জানান, শনিবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ৮ নভেম্বর হরতালের আগের দিন বিএনপি-জামায়াতের হামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম আহত হন।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের আগের দিন ৭ নভেম্বর উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট বালিকা বিদ্যালয়ের সামনে আব্দুল হালিমের ওপর হামলা চালায় বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা।

এসআই রজব আলী জানান, আব্দুল হালিমের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মামুন-উর রশিদ বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন।

(দিরিপোর্ট/আইজেকে/এনএইচ/এসবি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর