thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১,  ২০ মহররম 1446

দুষ্প্রাপ্য বই ও দলিলের যত্ন

২০১৩ নভেম্বর ১৭ ১৭:২২:১০
দুষ্প্রাপ্য বই ও দলিলের যত্ন

দিরিপোর্ট ডেস্ক : ভাবুন আপনি কোনো দুষ্প্রাপ্য বই বা দলিলের মালিক। এটা আপনার জন্য একটা দারুন ব্যাপার। এক্ষেত্রে নিজেকে ভাগ্যবান বলে ভাবতে পারেন। কিন্তু এই বই বা দলিলের যত্নের ক্ষেত্রে আপনাকে হতে হবে বিশেষ মনোযোগী। সাধারণ বই বা দলিলের সঙ্গে এগুলোর যত্নের তফাত আছে। জেনে নিন কীভাবে যত্ন নেবেন দুষ্প্রাপ্য বই বা দলিলের-

১. সরাসরি সূর্যালোক ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। সাধারণ আলোতে রাখুন। বিশেষ করে আলট্রাভায়োলেট আলো পুরানো বই বা দলিলকে তাড়াতাড়ি নষ্ট করে। ধূলো বালি থেকেও দূরে রাখুন। নিয়মিত পরিষ্কার করুন।

২. এইসব সামগ্রীর প্রদর্শনীতে বিশেষ সর্তকতা নেয়া উচিত। সরাসরি কাঠের শেলফে প্রদর্শন না করে কাঁচ বা এনামেলে মোড়ানো শেলফ ব্যবহার করুন।

৩. আঠা বা টেপ দিয়ে ছেড়া বা খুলে যাওয়া বই ও দলিলকে জোড়া লাগানো থেকে বিরত থাকুন। এই ধরনের সমস্যার ক্ষেত্রে পেশাদারদের সাহযোগিতা নিন।

(দিরিপোর্ট/ডব্লিউএস/এমডি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর