thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

বোমা বানাতে গিয়ে আহত কলেজছাত্র

২০১৩ নভেম্বর ১৭ ১৮:০৩:০৭
বোমা বানাতে গিয়ে আহত কলেজছাত্র

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্লবী এলাকায় বোমা বানাতে গিয়ে আহত হয়েছেন মহিউদ্দিন প্রিন্স (১৯) নামে এক কলেজছাত্র। রবিবার সকাল ১১টায় পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ব্লক বি, ১১ নং রোডের ১৯২ নম্বর বাসার চতুর্থ তলার সিঁড়িঘরে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার এসআই সাঈদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বোমা বানাতে গিয়ে অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হলে প্রিন্স আহত হন। এ সময় তার সহযোগী রিপনসহ অপর একজন পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রিন্সকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার গলা ও মুখের বাঁ পাশ পুড়ে গেছে।

এসআই সাঈদ হোসেন আরো জানান, আহত প্রিন্স বিসিআইসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল, আড়াইশ গ্রাম গান-পাউডার, পাথর কুঁচি, পাঁচটি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে।

(দিরিপোর্ট/এসআর/এমএআর/ এমডি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর