thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

তারেক রহমানের খালাসে ওয়ার্কার্স পার্টির নিন্দা

২০১৩ নভেম্বর ১৭ ১৮:৪০:৫২
তারেক রহমানের খালাসে ওয়ার্কার্স পার্টির নিন্দা

দিরিপোর্ট প্রতিবেদক : তারেক রহমানকে বেকসুর খালাস প্রদান করায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক। একই সঙ্গে তারা এ রায় প্রত্যাখ্যান করেছেন ও নিন্দা জানিয়েছেন।

রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে রাশেদ খান মেনন ও আনিসুর রহমান মল্লিক জানান, ক্ষমতার অপব্যবহার করে তারেক রহমান এবং তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল-মামুন ‘হাওয়া ভবন’ বানিয়েছিল। সেখানে দুর্নীতি ও লুটপাটের মহাযজ্ঞ চালায়। তাদের এসব অপকর্ম দেশের মানুষ জানে। কিন্তু এরপরও কোন এক অদৃশ্য সূতার টানে দুর্নীতি ও লুটপাটের প্রতীক তারেক রহমানকে গুরুত্বপূর্ণ এই মামলা থেকে খালাস প্রদান করা হয়েছে। অন্যদিকে, চুনোপুটির ঘাড়ে দায় চাপিয়ে রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে। এই রায় জনগণের প্রত্যাশিত নয়। তারা এটা প্রত্যাখ্যান করে।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জনগণের এই রায় প্রত্যাখ্যানকে সমর্থন করে। পুনরায় আপিলের মাধ্যমে সঠিক রায় অর্জনে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করে।

(দিরিপোর্ট/এসএ/এমএআর/এমডি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর