thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

প্রেম নিয়ে আনুশকার লুকোচুরি

২০১৩ নভেম্বর ১৭ ১৮:৫৭:৪৩
প্রেম নিয়ে আনুশকার লুকোচুরি

দিরিপোর্ট ডেস্ক : ভারতের ক্রিকেটার ভিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা প্রেম করছেন চুটিয়ে। দুইজনকে একসঙ্গে দেখা যাচ্ছে আজকাল।

কখন যে কার সঙ্গে সম্পর্ক জট বাঁধে- তা বলা মুশকিল। আর বলিউডের ক্ষেত্রে বিষয়টি আরেকটু সরেস। এক শ্যাম্পুর বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আনুশকা ও ভিরাটের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তারা একে অপরের কাছে আসেন। গাড়িতে করে ঘোরাফেরা, রেস্টুরেন্টে বসে খাওয়া-এসব কিছুই করতে দেখা যাচ্ছে দুইজনকে।

এর আগে আনুশকা একই কাজ করেছিলেন রনবীর সিংয়ের সঙ্গে। তাদের দুইজনের সম্পর্কের ভাঙ্গন দেখা গেলে একা হয়ে পড়েন আনুশকা। তারপর ভিরাটের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর যেন হাওয়ায় ভাসছেন তিনি।

কাজের ফাঁকে তাদেরকে ফেসবুকে চ্যাটিং করতেও দেখছেন সবাই। ঘনিষ্টজনেরা বলছেন, ‘ডুবে ডুবে জল খাচ্ছে ওরা।’ এ সম্পর্কে আনুশকা জনান, তারা দুইজন শুধু বন্ধু। প্রেমের শুরুতে সব তারকাই এ কথাই বলেন। তাই বোদ্ধারা বলছেন, চালিয়ে যান আনুশকা-ভিরাট। খেলোয়ার ও চলচ্চিত্র তারকার প্রেম বা বিয়ে তো ইতিহাসে নতুন নয়।

(দিরিপোর্ট/আইএফ/এনডিএস/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর