thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

প্রেমিকের জন্য পাগল অপর্ণা

২০১৩ নভেম্বর ১৭ ১৯:০৫:১৫
প্রেমিকের জন্য পাগল অপর্ণা

দিরিপোর্ট প্রতিবেদক : প্রেমিককে না পাওয়ার বেদনায় পাগল হয়ে গেছেন অপর্ণা। তাকে বেঁধে রাখা হয়েছে শিকল দিয়ে। এটি বাস্তবে নয়, একটি নাটকে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ব্রেসলেট নাটকের একটি অংশে অপর্ণাকে দেখা যাবে এ অবস্থায়।

ঘটনাক্রমে শাহরিয়ার শুভর সঙ্গে পরিচয় হয় অপর্ণার। প্রেমে পড়ে যান তিনি। শুভকে ভালবেসে দেন একটি ব্রেসলেট। তারপর একসময় জানতে পারেন, শুভ একজন কন্টাক্ট কিলার। খুন করাই তার পেশা। পুলিশ তাকে খুঁজছে। অপর্ণার দাদু সেটা মানতে পারেন না।

এরপর হারিয়ে যায় শুভ। সেই শোকে অপর্ণা পাগল হয়ে যান। এদিকে গবেষক ফারজানা ছবির মাধ্যমে শুভর খোঁজ পায় পুলিশ।

এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ব্রেসলেট। নাটকটিতে অভিনয় করেছেন অপর্ণা, শাহরিয়ার শুভ, ফারজানা ছবি, জয়রাজ, এসএম মহসিনসহ আরও অনেকে। নাটকটি শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে।

(দিরিপোর্ট ২৪/আইএফ/এনডিএস/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর