thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

খুলনায় চিকিৎসক খুন

২০১৩ নভেম্বর ১৭ ২০:১৯:৩৬
খুলনায় চিকিৎসক খুন

খুলনা সংবাদদাতা : নিজ চেম্বারে খুন হয়েছেন চিকিৎসক গৌরাঙ্গ চন্দ্র দাশ (৫১)। মহানগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকার মৈত্রী ক্লিনিকে রবিবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন আগে গৌরাঙ্গ চন্দ্র দাস তার দুই কর্মচারী রাসেল ও সুজাতকে চাকরিচ্যুত করেন। এ ঘটনার জের ধরে রাসেল রবিবার বিকেলে মৈত্রী ক্লিনিকে আসেন এবং গৌরাঙ্গ চন্দ্র দাসের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাসেল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, হত্যাকারীকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, নৈতিক স্খলনজনিত কারণে গৌরাঙ্গ চন্দ্র দাশ তার দুই কর্মচারী রাসেল ও সুজাতাকে চাকরিচ্যুত করেন। এ কারণে তারা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন।

(দিরিপোর্ট/এসএইচ/এমএইচও/এমএআর/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর