thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘পঙ্কজের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা’

২০১৩ নভেম্বর ১৭ ২১:১২:৩৪
‘পঙ্কজের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা’

দিরিপোর্ট প্রতিবেদক : ‘বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আগ্রহী বিভিন্ন দেশের সঙ্গে আমরা আলোচনা করছি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করেছি।’

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণের এ বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক ও রাষ্ট্রবিজ্ঞানীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে দিরিপোর্টকে বলেন, ‘পঙ্কজ সরণ যেভাবে কথা বলেছেন এটা অবশ্যই কূটনীতির ভাষা নয়। আমাদের দেশের সমস্যা আমরাই সমাধান করবো। এটা নিয়ে অন্য কোনো দেশের আলোচনা করার থাকলে আমাদের সঙ্গে করতে পারেন। কিন্তু আমাদের দেশ নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের আলোচনা নিশ্চয়ই শুভ নয়। পঙ্কজ সরণের এটা মনে রাখা উচিত বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য নয়। এটা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এ দেশে কারা ক্ষমতায় থাকবে কারা আসবে সে সিদ্বান্ত নেবে দেশের জনগণ।’

এ প্রসঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম বলেন, ‘পঙ্কজ সরণ যে ভাষায় কথা বলেন সেটা কূটনীতির ভাষা নয়। তার ভাষা একটি বিশেষ দলের নেতাদের মতো মনে হয়। একজন হাইকমিশনার এটা বলতে পারেন না। পৃথিবীর অন্য কোনো দেশে এটা সম্ভব নয়। এ বক্তব্য আমাদের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘ভারতীয় হাইকমিশনার শুধু নন। অন্যদেশের কূটনীতিবিদরাও যেভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন, এগুলো সম্পূর্ণভাবেই কূটনৈতিক শিষ্টাচার বিবর্জিত। এজন্য আমাদের দেশের রাজনীতিবিদরাই দায়ী। রাজনীতিবিদরা দেশের স্বার্থে ভূমিকা রাখলে কূটনীতিকরা এমন আচরণ করতে পারতেন না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমীন বেপারি বলেন, ‘পঙ্কজ সরণ যে বক্তব্য দিয়েছেন সেটা স্পষ্টত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এতোদিন আওয়ামী লীগ ভারতপন্থীদল ও ভারতের স্বার্থে দলটি কাজ করে এটা বিরোধী দল প্রচার করতো, সরণের বক্তব্যের মাধ্যমে এবার তা জনগণের কাছে পরিস্কার হলো।’

তিনি বলেন, ‘দেশের রাজনীতির এ সঙ্কটকালে পঙ্কজ সরণের বক্তব্য দেশের জনগণ ভালোভাবে নেয়নি । বিরোধীদলগুলোর জনতার সেন্টিমেন্ট ধারন করে পঙ্কজ সরণের পদত্যাগের দাবি জানানো উচিৎ।’

দিরিপোর্ট/এসএ/এইচএস/এসবি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর