thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

এখনও টিকে আছে আলবিনো ক্যাঙ্গারু

২০১৩ নভেম্বর ১৭ ২১:৩৬:৫৫
এখনও টিকে আছে আলবিনো ক্যাঙ্গারু

দিরিপোর্ট ডেস্ক : এখনও টিকে আছে প্রায় হারিয়ে যাওয়া আলবিনো ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার ক্যানবেরার পাশে একটি তৃণভূমিতে বিরল প্রজাতির সাদা ক্যাঙ্গারুর দেখা মিলেছে। বন্য কুকুর ও শেয়ালের চোখ এড়িয়ে বেঁচে থাকতে পারায় বন্যপ্রাণী গবেষকদের চোখে রীতিমত বিস্ময়ের সৃষ্টি করেছে ক্যাঙ্গারুটি।

প্রায় এক সপ্তাহ আগে দেখেতে পাওয়া এ আলবিনো ক্যাঙ্গারুটি ধূসর ক্যাঙ্গারুদের সঙ্গে বেড়াচ্ছিল। তবে খুব কাছে যাওয়া সম্ভব না হওয়ায় গবেষকরা এর লিঙ্গ নির্ণয় করতে পারেননি।

গবেষকদের দাবি, বিরল প্রজাতির আলবিনো ক্যাঙ্গারু খুব অল্প বয়সেই মারা যায়। তাই এদের সহজে দেখা যায় না।

আলবিনো ক্যাঙ্গারুটি বয়স দুই বছর বলে অনুমান করা হচ্ছে।

(দিরিপোর্ট/এআইএম/এমডি/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর