thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

জাপানে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ১০

২০১৩ অক্টোবর ১১ ১১:১০:৪৭
জাপানে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ১০
দিরিপোর্ট২৪ ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলে শুক্রবার ভোররাতে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। খবর আলজাজিরার।

দক্ষিণ ফুকোকা অঞ্চলের পুলিশের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের অবস্থা এখনও জানা যায়নি।

পুলিশের ওই মুখপাত্র আরো জানান, নিহতদের মধ্যে আটজন রোগী ও দুজন হাসপাতালকর্মী।

স্থানীয় গণমাধ্যম এনএইচকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন। হাসপাতালটির দ্বিতীয়তলার একটি জানালা দিয়ে কালো ধোয়া বের হতে দেখা যাচ্ছে।

দমকলকর্মীর মুখপাত্র জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে চরতলা ওই হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। দুঘণ্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো জানান, আগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন।

স্থানীয় গণমাধ্যম জানায়, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই অর্থোপেডিক হাসপাতালটি আবাসিক এলাকায় অবস্থিত। এখানে বয়স্ক রোগীদের সংখ্যাই বেশি।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/জেএম/অক্টোবর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর