thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

‘তিস্তা মার্চ’ এখন সিরাজগঞ্জে

২০১৪ এপ্রিল ১৮ ০১:৩৩:৫১
‘তিস্তা মার্চ’ এখন সিরাজগঞ্জে

কাওসার আজম, গাড়ি বহর থেকে : পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে সিপিবি-বাসদের ‘তিস্তা মার্চ’ গাড়ি বহর এখন সিরাজগঞ্জে। রাত সাড়ে বারোটার দিকে ‘তিস্তা মার্চ’ গাড়ি বহর সিরাজগঞ্জে পৌঁছায়।

সিরাজগঞ্জে রাত্রিযাপন শেষে শুক্রবার সকাল সাড়ে নয়টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন, ১১টায় সিরাজগঞ্জ রোড গোলচত্বর এবং বেলা সাড়ে এগারটায় সিরাজগঞ্জের ঘোড়কা বেলতলা বাজারে স্থানীয় সিপিবি-বাসদ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন সফরকারী নেতারা।

এরপর বিকাল চারটায় বগুড়ার সাতমাথায় শুক্রবারের শেষ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে রংপুরে রাত্রিযাপন করবে ‘তিস্তা মার্চ’র গাড়ি বহর।

শনিবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ, পাগলাপীর মোড় এবং নীলফামারীর জলঢাকায় সমাবেশ শেষে বিকাল চারটায় তিস্তা ব্যারেজ সংলগ্ন ডালিয়া মাঠে জনসভার মাধ্যমে তিন দিনব্যাপী সিপিবি-বাসদের ‘তিস্তা মার্চ’ কর্মসূচি শেষ হবে বলে জানান হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে ‘তিস্তা মার্চ’ কর্মসূচি শুরু করে সিপিবি-বাসদ। পথে গাজীপুরে একটি পথসভা করে রাত সাড়ে ১২টায় গাড়ি বহরটি সিরাজগঞ্জে পৌঁছায়।

(দ্য রিপোর্ট/কেএ/বিকে/এপি/এএল/এপ্রিল ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর