thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

আদালতের আনুষ্ঠানিকতার পরই উলফা নেতাকে হস্তান্তর

২০১৩ নভেম্বর ১৮ ০০:৫৫:৫০
আদালতের আনুষ্ঠানিকতার পরই উলফা নেতাকে হস্তান্তর

দিরিপোর্ট ডেস্ক : আদালতের আনুষ্ঠানিকতার পরেই বাংলাদেশের জেলে বন্দী ভারতের স্বাধীনতাকামী সংগঠন ‘উলফা’র নেতা অনুপ চেটিয়াকে ভারতে কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর। বাংলাদেশ-ভারত সীমান্তের আখাউড়ায় একটি চেকপোস্ট উদ্বোধনকালে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ সংবাদ ছেপেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের (উলফা) প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া ১৯৯৭ সালে বাংলাদেশে গ্রেফতার হন। ১৬ বছর ধরে আটক থাকা অবস্থায় ২০০৫, ২০০৮ ও ২০১১ সালে মোট তিনবার সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চান উলফার এ নেতা।

জাল পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ এবং অবৈধ বিদেশি মুদ্রা ও অস্ত্র রাখার দায়ে চেটিয়াকে জেল দিয়েছিল আদালত। ২০০৩ সালে তার এ সাজার মেয়াদ শেষ হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুপ চেটিয়ার সাজার মেয়াদ শেষ। ভারতের হাতে তাকে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত। ভারতের হাতে তুলে না দেওয়ার জন্য চেটিয়া সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করেছে। কিন্তু তার আবেদন গ্রহণ করার মতো নির্দিষ্ট কোনো আইন নেই।’

তিনি জানান, আদালতের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ও বাংলাদেশের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পরই চেটিয়াকে হস্তান্তর করা হতে পারে।

তিনি বলেন, ‘সম্প্রতি দুই দেশকে অপরাধমুক্ত করতে উভয় দেশের যৌথ চেষ্টার ফলে একটি বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়েছে। আমরা দুই দেশ থেকে সকল ধরনের সামাজিক অপরাধ দূর করতে চাই।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মাটিতে কোনো ভারতীয় বিদ্রোহীর আশ্রয় হবে না। আমরা বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতীয় সন্ত্রসীদের তালিকা তুলে দেওয়ার জন্য দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছি।’

(দিরিপোর্ট/এএম/এসকে/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর