thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

বরিশালে অপহৃত শিশু উদ্ধার, মা ও তার প্রেমিক গ্রেফতার

২০১৩ নভেম্বর ১৮ ০৩:৫৬:৩২

বরিশাল সংবাদদাতা : বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল থেকে নয় মাস আগে চুরি হওয়া শিশু মারিয়া আক্তারকে (২) যশোর থেকে উদ্ধার করা হয়েছে। যশোরের অভয়নগর থানার শংকরপাশা গ্রাম থেকে রবিবার দিবাগত রাতে শিশুটিকে উদ্ধার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অপরাধে মা শাহিদা বেগম ও তার পরকীয়া প্রেমিক আসলাম পাঠানকে আটক করা হয়েছে।

যশোর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক জানান, দীর্ঘ তদন্তের পর যশোরের অভয়নগর থানার শংকরপাশা গ্রামের আসলাম পাঠানের কাছ থেকে মারিয়াকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে আসলাম ও শিশুর মা শাহিদা আক্তারকে।

প্রসঙ্গত, অসুস্থ ননদকে দেখতে ২৫ জানুয়ারি ওই হাসপাতালে আসে শাহিদা বেগম। তার সঙ্গে ছিল শিশু মারিয়া আক্তার। এ সময় পূর্ব-পরিকল্পনা অনুযায়ী হাসান মহুরীর মাধ্যমে মারিয়াকে চুরি করে শিশুটির মা (শাহিদা), নানা ও নানী। এরপর শিশুটিকে আসলাম পাঠানের কাছে পাঠানো হয়। একই সময়ে শাহিদা স্বামী জাফর হাওলাদারকে ছেড়ে আসলামের সঙ্গে আত্মগোপন করে।

এই ঘটনায় শিশু চুরির অভিযোগে এনে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে জাফর হাওলাদার। পরে জাফর হাওলাদার শিশুটির নানী বকুল বেগম, নানা শহিদুল ইসলাম, মা শাহিদা ও তাদের স্বজন হাসান মহুরীকে আসামি করে একটি অপহরণ মামলা করা হয়।

(দিরিপোর্ট/আইজেকে/এসকে/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর