thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১১ মে ২০২১, ২৮ বৈশাখ ১৪২৮,  ২৯ রমজান ১৪৪২

চলচ্চিত্র সংসদের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপনী

২০১৪ এপ্রিল ১৮ ১৯:৫৪:৩০
চলচ্চিত্র সংসদের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র সংসদের বছরব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষ হলো শুক্রবার সন্ধ্যায়। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ৩ জনকে সুর্বনজয়ন্তী পদক, ৩১ জনকে স্মারক সম্মাননা ও ১ জনকে চলচ্চিত্র গবেষণায় অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ চলচ্চিত্র সংসদকর্মী হাসনা বেগম ও বিধান বড়ুয়া। সুর্বণজয়ন্তী উদযাপন উপদেষ্টা পরিষদের সভাপতি মাহবুব জামিলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আয়োজনের সহযোগী শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সুবর্ণজয়ন্তী পদক পেয়েছেন আলমগীর কবির (মরণোত্তর), মাহবুব জামিল ও মুহম্মদ খসরু। সুবর্ণজয়ন্তী স্মারক সম্মাননা পেয়েছেন কবির চৌধুরী (মরণোত্তর), মোশারফ হোসেন চৌধুরী (মরণোত্তর), লায়লা সামাদ (মরণোত্তর), বাহাউদ্দিন চৌধুরী (মরণোত্তর), আনোয়ারুল হক খান (মরণোত্তর), আলম কোরায়শী (মরণোত্তর), ওয়াহিদুল হক (মরণোত্তর), সৈয়দ হাসান ইমাম, এম আব্দুস সামাদ (মরণোত্তর), শেখ নিয়ামত আলী (মরণোত্তর), আবদুস সেলিম, সৈয়দ সালাউদ্দিন জাকী, মসিহউদ্দিন শাকের, সিরাজুল ইসলাম খান, বাদল রহমান (মরণোত্তর), কাইজার চৌধুরী, মাহবুব আলম, সুশীল সুত্রধর, মানজারে হাসিন মুরাদ, লায়লুন নাহার সেমী, শামীম আখতার, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ (মরণোত্তর), সাজেদুল আউয়াল, মোরশেদুল ইসলাম, আহমেদ মুজতবা জামাল, আনোয়ার হোসেন পিন্টু, ইফতেখারুল ইসলাম টিটন, মাহমুদুল হোসেন, শৈবাল চৌধুরী ও মুনিরা মোরশেদ মুন্নী। চলচ্চিত্র গবেষণায় অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে অনুপম হায়াৎকে।

(দ্য রিপোর্ট/এমএ/ডব্লিউএস/আরকে/এপ্রিল ১৮,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর