thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

সবুজবাগে ককটেল বিস্ফোরণ

২০১৩ নভেম্বর ১৮ ১১:১০:৪০
সবুজবাগে ককটেল বিস্ফোরণ

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় সোমবার সকালে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সবুজবাগ থানার বাসাবো এলাকার ৭ নম্বর গলির মাথায় সকাল সোয়া ১০টার দিকে কয়েকজন লোক একটি বাসকে লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। ককটেলগুলো প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ মোতায়েন করায় বর্তমানে ওই এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

অপরদিকে, প্রায় একই সময় ওই এলাকায় অবস্থিত যুবদলের কেন্দ্রীয় নেতা হাবিব-উন-নবী খান সোহেলের বাসার সামনেও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সোহেলের বাসার নিরাপত্তা প্রহরী জানান, বাসার পাশের গলি থেকে বের হয়ে এ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ফলে বাড়ির ভেতরের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্যে সবুজবাগ থানার ওসি বাবুল মিয়ার মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

(দিরিপোর্ট/ডি/এপি/জেএম/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর