thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মুন্নাভাই আমির নয় সঞ্জয়

২০১৩ নভেম্বর ১৮ ১১:১৭:৩৩
মুন্নাভাই আমির নয় সঞ্জয়

দিরিপোর্ট ডেস্ক : সঞ্জয় দত্তকে নিয়েই মুন্না ভাই সিরিজের তৃতীয় ছবি বানাবেন পরিচালক রাজকুমার হিরানি। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে হিরানি বলেন, ‘সঞ্জয়কে ছাড়া এই সিরিজের ছবি বানানো সম্ভব নয়। আর আমি সেটা চেষ্টা করবো না।’

সঞ্জয় অভিনীত ‘মুন্না ভাই এমবিবিএস’ এবং ‘লাগে রাহো মুন্নাভাই’ সিনেমা দুটি মুক্তির পর সাড়া জাগিয়েছিল বক্স অফিসে। সিরিজের তৃতীয় ছবির নামও ঠিক করে ছিলেন ‘মুন্নাভাই চলে আমেরিকা’।

তারপর হিরানি আমির খানকে নিয়ে ‘থ্রি ইডিয়টস’ নির্মাণ করেন। ছবিটি বলিউড ইন্ডাস্ট্রিতে ইতিহাস সৃষ্টি করলে অনেকেই বলতে শুরু করেন হিরানির পরবর্তী মুন্নাভাই হচ্ছে আমির। অবশ্য তখন হিরানিও তেমনটি চাই ছিলেন।

হিরানি জানিয়েছেন, বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত জেল থেকে ছাড়া পাওয়ার পরই মুন্নাভাই সিরিজের তৃতীয় সিনেমার কাজে হাত দেবেন।

উল্লেখ্য, মুন্নাভাই-খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত বর্তমানে কারাগারে রয়েছেন।

(দিরিপোর্ট/এমসি/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর