thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

তাহিরপুর গ্রামজুড়ে সৌরবিদ্যুতের আলো

২০১৩ নভেম্বর ১৮ ১১:৫৭:৩০
তাহিরপুর গ্রামজুড়ে সৌরবিদ্যুতের আলো

সুনামগঞ্জ সংবাদদাতা : তাহিরপুর উপজেলার হাওর ও সীমান্তবর্তী অন্ধকারাচ্ছন্ন গ্রামগুলো এখন সৌরবিদ্যুতের আলোয় ঝলমল করছে। সারাদেশের মানুষ যখন লোডশেডিং আতঙ্কে, তখন এ এলাকার মানুষ নির্বিঘ্নে জ্বালিয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ।

প্রযুক্তির উৎকর্ষের ফলে নিম্ন আয়ের লোকজন এ বিদ্যুতের সুবিধা ভোগ করছে। সৌরবিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের সূত্রে জানা গেছে এসব তথ্য। একটা সময় মানুষের কাছে যা ছিল শুধু স্বপ্ন, আজ তা সৌরবিদ্যুতের কল্যাণে বাস্তবে রূপ নিয়েছে। এখন গ্রামের পর গ্রাম আলোকিত হচ্ছে সৌরবিদ্যুতে।

৬৪ জেলায় বিদ্যুৎ সুবিধাবঞ্চিত ৭০ শতাংশ মানুষকে বিদ্যুতায়িত করতে বিশ্বব্যাংকের সহায়তায় রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামীণশক্তি বিচ্ছিন্ন গ্রামগুলোতে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করে। ২০০২ সালের ডিসেম্বরে তাহিরপুর উপজেলার সীমান্ত-সংলগ্ন কলাগাঁও বাজারে গ্রামীণশক্তি প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে।

বর্তমানে উপজেলার শ্রীপুর, নয়াবন্দ, শিবরামপুর, কলাগাঁও, লালঘাট, চারাগাঁও, মাটিকাটাসহ উপজেলার তিন শতাধিক গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে।

গ্রামীণশক্তি অফিস ও রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন অফিস সূত্রে জানা যায়, বর্তমানে উপজেলার ৬ হাজারের মতো পরিবারকে তারা সৌরবিদ্যুৎ সুবিধার আওতায় আনতে সক্ষম হয়েছে।

সৌরবিদ্যুৎ ব্যবহারকারী নয়াবন্দ গ্রামের ব্যবসায়ী আলী হায়দার, চারাগাঁও গ্রামের ব্যবসায়ী আবদুস সামাদ মুন্সী, কামারকান্দি গ্রামের ব্যবসায়ী মুস্তাক আহমদসহ অনেকে জানান, আমরা সৌরবিদ্যুৎ ব্যবহার করছি। সৌরবিদ্যুতের ফলে লোডশেডিংয়ের চিন্তা নেই। সৌরবিদ্যুৎ ব্যবহার করে টেলিভিশন, ফ্যান, সিডি, মোবাইল চার্জ এমনকি কম্পিউটারও চালাতে পারছি আমরা।

(দিরিপোর্ট২৪/আরএআর/এফএস/এএস/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর