thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

দক্ষিণ আফ্রিকা সফরেও নেতৃত্বে মেসবাহ!

২০১৩ নভেম্বর ১৮ ১২:১৬:৩৭
দক্ষিণ আফ্রিকা সফরেও নেতৃত্বে মেসবাহ!

দিরিপোর্ট২৪ ডেস্ক : চারদিকে তুমুল সমালোচনার ঝড় বইছে। ঝড়ের উন্মাদনা এড়িয়ে পিসিবি দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে এবং টোয়োন্টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ১৭ সদস্যের দলের ওয়ানডেতে নেতৃত্বে থাকছেন সেই মিসবাহ-উল-হকই।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার কাছে নাকাল হয়েছে পাকিস্তান। ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক সরফরাজ আহমেদ ও বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। আর কুঁচকির ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর মিস করছেন বাঁহাতি পেসার দীর্ঘদেহি মোহাম্মদ ইরফান।

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি দুর্বল পারফরমেন্স সত্বেও নির্বাচকরা ৩ সিনিয়র খেলোয়াড় শহিদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক এবং শোয়েব মালিককে দলে রেখেছেন। সফরকারি দলে নতুন মুখ মাত্র একটি পেসার বিলাওয়াল ভাট্টি। পুনরায় ডাক পেয়েছেন অলরাউন্ডার আনোয়ার আলি। দক্ষিণ আফ্রিকার কাছে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ১-৪ ম্যাচে ওয়ানডে সিরিজ ও একটি টেস্ট হারার পর মেসবাহর নেতৃত্বে থাকা নিয়ে সন্দেহ ছিল।

জিম্বাবুয়ে সফরে একটি ওয়ানডে ম্যাচে হারার পরই মেসবাহর দুর্ভাগ্য শুরু হয়েছে। সমালোচনামুখর সাবেকরা তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার দাবি তুলেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ১৭ সদস্যের দল থেকেই টোয়েন্টি২০ ও ওয়ানডে সেরা একাদশ নির্বাচন করা হবে।

পাকিস্তান দল : মেসবাহ-উল-হক (ওয়ানডে অধিনায়ক), মোহাম্মদ হাফিজ (টোয়েন্টি২০ অধিনায়ক), আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, উমর আকমল, উমর আমিন, শোয়েব মাকসুদ, শোয়েব মালিক, শহিদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, সোহেল তানভির, জুনাইদ খান, আনোয়ার আলি, বিলাওয়াল ভাট্টি, আব্দুল রেহমান, আসাদ শফিক, সাঈদ আজমল।

(দিরিপোর্ট২৪/এএস/সিজি/১৮ নভেম্বর ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর