thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘সংবিধান সংশোধনই অস্থিতিশীল পরিস্থিতির মূল কারণ’

২০১৩ নভেম্বর ১৮ ১৩:১০:৪২

দিরিপোর্ট প্রতিবেদক : সংবিধান সংশোধন করাই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মূল কারণ বলে জানিয়েছে সচেতন প্রকৌশলী সমাজ।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সোমবার সকালে নাগরিক ভাবনা নিয়ে সচেতন প্রকৌশলী সমাজের এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা জানান প্রকৌশলীরা।

তারা বলেন, বিরোধী ও সরকার দল তাদের নিজ নিজ প্রস্তাব নিয়ে অনড় হয়ে রয়েছে। অথচ মাঝখান থেকে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে। এই অবস্থায় শিষ্টাচার বর্হিভূতভাবে কুটনৈতিক মহলে দৌড়ঝাপ এবং দেশের রাজনীতিতে বর্হিবিশ্বের হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। যা খুবই দুঃখজনক।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপে বসার জন্য দুই প্রধান রাজনৈতিক জোটের প্রতি আহ্বান জানান প্রকৌশলীরা।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন প্রকৌশলী মহসীন আলী।

(দিরিপোর্ট২৪/এসআর/জেএম/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর