thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ডেসকোর বিষয়ে অডিটরের মন্তব্য

২০১৩ নভেম্বর ১৮ ১৩:১২:৩৮
ডেসকোর বিষয়ে অডিটরের মন্তব্য

দিরিপোর্ট প্রতিবেদক : ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) অডিটর সাহা মজুমদার অ্যান্ড কোং ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য প্রস্তুতকৃত নিরীক্ষা প্রতিবেদনের উপর মন্তব্য দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাহা মজুমদার অ্যান্ড কোং কর্তৃক ডেসকোর বিষয়ে নিম্নবর্ণিত মতামত দিয়েছে-

১. 'নোট নং ৪ ও ০৫.৪ প্রসঙ্গ', স্টোর-ইন-ট্রানজিট বহনকালে হারিয়ে ফেলার কারণে বহনকারী ঠিকাদার মেসার্স ইউনিয়ন ট্রেড ইন্টারন্যাশনালের নামে পাওনা বাবদ (রিসিভঅ্যাবল) ১ কোটি ৭২ লাখ ২২ হাজার ৩৮৩ টাকা দেখানো হয়েছে। ওই পরিমাণ অর্থ ইউনিয়ন ট্রেড ইন্টারন্যাশনালের কাছ থেকে আদায় করার জন্য আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

২. নোট নং ২ প্রসঙ্গ : স্থায়ী সম্পদ বহি যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে প্রপারর্টি, প্লান্ট অ্যান্ড ইকুপমেন্ট, যা মোট সম্পদ মূল্যের ৩২ শতাংশ, এর ভ্যালু যাচাই করা যায়নি।

৩. নোট নং ১.৪.২.৩ প্রসঙ্গ : ডেসকো ডেসার কাছ থেকে ২৭৯ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকার সম্পদ অধিগ্রহণ করেছে কিন্তু কোনো নিরপেক্ষ মূল্যায়নকারী প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন না করে বরং ডেসকো নিজেই এই সম্পদের মূল্য নির্ধারণ করেছে।

(দিরিপোর্ট/কেএইচ/এএস/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর