thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

জীবননগরে ফেনসিডিল আটক

২০১৩ নভেম্বর ১৮ ১৩:৩২:৩৮
জীবননগরে ফেনসিডিল আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগরে ২ হাজার বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। সোমবার ভোরে জীবননগরের সীমান্ত বিশেষ ক্যাম্পের বিজিবি চেকপোস্টের কাছে কলাভর্তি একটি ট্রাক থেকে এই ফেনসিডিল আটক করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, ভোরে জীবননগর থেকে কালিগঞ্জগামী কলাভর্তি ট্রাক সীমান্ত চেকপোস্টের কাছে পৌঁছলে বিজিবি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় কলার ভেতরে বিশেষভাবে রাখা ২ হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবির সীমান্ত বিশেষ ক্যাম্পের হাবিলদার নাজমুল জানান, ট্রাকটি থামানোর সংকেত দিলে এর চালক ও হেলপার গাড়িটি থামিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর