thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

বক্তব্য সংক্ষিপ্ত করতে বাধ্য হলেন রাহুল

২০১৩ নভেম্বর ১৮ ১৪:১৫:৩৭
বক্তব্য সংক্ষিপ্ত করতে বাধ্য হলেন রাহুল

দিরিপোর্ট ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। দেশটির মোস্ট এলিজিবল ব্যাচেলর খ্যাত এই সুদর্শন নেতার প্রতি জনগণের আগ্রহের পারদ কি কিছুটা কমতে শুরু করেছে? নইলে শ্রোতার অভাবে মাত্র সাত মিনিটেই জনসভা শেষ করতে হবে কেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে রাহুলকে।

রাজধানী নয়া দিল্লির একটি নির্বাচনী জনসভায় এ রবিবার ঘটে এ ঘটনা। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নয়া দিল্লির দক্ষিণপুরীতে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে যান রাহুল।

ওই জনসভায় দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতকে স্বপদে বহাল রাখার লক্ষ্যে তার গুণকীর্তণ শুরু করেন রাহুল। ব্যস, এরপরই জনসভায় উপস্থিত জনতা সমাবেশস্থল ত্যাগ করতে শুরু করে। মূখ্যমন্ত্রীর অনুরোধেরও তোয়াক্কা করেননি জনতা। ফলে বাধ্য হয়েই মাত্র সাত মিনিটের জনসভা শেষ করতে বাধ্য হন রাহুল।

রাহুল অবশ্য নির্ধারিত সময়ের তিনঘণ্টা পর সমাবেশস্থলে পৌঁছান। এতে পরিস্থিতি কিছুটা তার প্রতিকূলেই ছিল। এছাড়া, কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণপুরীর ওই জনসভায় আয়োজকরা প্রত্যাশা অনুযায়ী জন সমাগর করতেও ব্যর্থ হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

(দিরিপোর্ট/কেএন/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর