thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

ডাক্তারদের ফিস ৫০০ টাকা

২০১৩ নভেম্বর ১৮ ১৭:১৪:৫৫
ডাক্তারদের ফিস ৫০০ টাকা

দিরিপোর্ট প্রতিবেদক : দেশের বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের জন্য প্রাইভেট (ব্যক্তিগত) রোগি দেখার ফিস সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হবে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।

দীর্ঘ বিরতী শেষে সোমবার নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

সংসদ সদস্য অপু উকিলের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা প্রদানের ধারা অব্যাহত রাখার লক্ষে কমিউনিটি ক্লিনিকসহ প্রকল্পের জনবল রাজস্বখাতে স্থানান্তরের বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। এ সংক্রান্ত কাজ চলমান আছে।’

বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে রুহুল হক বলেন, ‘জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে দেশে নকল ওষুধ তৈরী ও বাজারজাত প্রতিরোধকল্পে সরকার সচেতন ও বদ্ধপরিকর। এই উদ্দেশে ওষুধ প্রশাসন অধিদপ্তর সব সময় তৎপর রয়েছে।’

শাহেদা তারেখ দীপ্তীর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘বর্তমান সরকার দ্বায়িত্ব গ্রহণের পর গ্রামীণ জনগোষ্ঠির বিশেষত দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার লক্ষে ১৩ হাজার ৫০০ কমিনিটি ক্লিনিক স্থাপনের মধ্যে এ পর্যন্ত ১২ হাজার ৪৪৮টি কমিউনিটি ক্লিনিক স্থাপন ও চালু করা হয়েছে।

মো. শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মাতৃমৃত্যুর হার বিগত ৯ বছরে ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।’

দিরিপোর্ট/আরএইচ/এসবি/এইচআর/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর