thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ

ভারতের সঙ্গে অবিলম্বে চুক্তি করুন : ফখরুল

২০১৪ এপ্রিল ২২ ০৯:১১:৩৩
ভারতের সঙ্গে অবিলম্বে চুক্তি করুন : ফখরুল

তারেক সালমান, লংমার্চ থেকে : তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চের উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের কাছে আমরা আহ্বান জানাই, আমাদের ন্যায্য পানির দাবিতে ভারতের সঙ্গে অবিলম্বে চুক্তি করুন।’

রাজধানীর উত্তরার আমির কমপ্লেক্সের সামনে থেকে মঙ্গলবার সকাল ৯টার দিকে তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ শুরু হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে এ লংমার্চ শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের উত্তরাঞ্চলের তিস্তা নদীর অববাহিকায় তিন কোটি মানুষ বাস করে। সেখানে পানি নেই, বিরাজ করছে ধু-ধু মরুভূমি। পানির অভাবে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। অথচ সরকার এ নদীর ন্যায্য পানি আনতে পারছে না।’

তিনি আরও বলেন, ভারত সীমান্তের ওপারে বাঁধ নির্মাণ করেছে। এ কারণে আন্তর্জাতিক নদী তিস্তায় পানি আসতে পারে না।

ফখরুল বলেন, ‘আমাদের লংমার্চ কারো বিরুদ্ধে নয়। ভারতের বিরুদ্ধে নয়। সরকারেরও বিরুদ্ধে নয়। আজকে আমরা সরকারের কাছে আমাদের তিস্তার ন্যায্য পানির অধিকারের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে আমাদের দাবি পৌঁছে দিতে চাই। আসুন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে সচেতন হই, সোচ্চার হই। আমাদের দাবি আদায়ে সরকারকে বাধ্য করি।’

লংমার্চের গাড়িবহরে আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুর ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি মেহেদী হাসান রুমি, আবুল হোসাইন, লায়ন হারুনুর রশীদ, নাজিমুদ্দিন আলম, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়েদুল হক নাসির ও বিএনপি নেতা আবু নাসের রহমতুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা।

লংমার্চে গণমাধ্যমর্মীদের গাড়িসহ বিএনপি নেতাকর্মীদের শতাধিক গাড়ি ঢাকা থেকে যাত্রা শুরু করেছে।

যাত্রাপথে গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইলের বাইপাস, সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভা করবে বিএনপি।

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, বুধবার লালমনিরহাটের ডালিয়া নামক স্থানে তিস্তা ব্যারাজের পাশে জনসভার মধ্য দিয়ে লংমার্চ কর্মসূচি শেষ হবে।

(দ্য রিপোর্ট/টিএস/কেএন/এজেড/এপ্রিল ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর