thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ

‘পানি পাওয়া দয়া নয়, আমাদের অধিকার’

২০১৪ এপ্রিল ২২ ১১:০৫:২৮
‘পানি পাওয়া দয়া নয়, আমাদের অধিকার’

তারেক সালমান, লংমার্চ থেকে : গাজীপুরের কালিয়াকৈরে লংমার্চের প্রথম পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তিস্তা আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নদীতে পানি পাওয়া আমাদের অধিকার, কোনো দয়া নয়। কিন্তু আমরা পানি পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘আজ সরকার আমাদের অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে। তারা পানির ন্যায্য হিস্যা আাদায় করতে পারেনি। আমরা সরকারকে ধিক্কার জানাই।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের অভিযাত্রা শান্তিপূর্ণ। আমরা অভিযাত্রা করছি, যেন আমাদের সঙ্গে জনগণ সম্পৃক্ত হতে পারে। আমাদের ন্যায্য দাবি আদায়ে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘এই সরকার ব্যর্থ সরকার। এই সরকার ভোট চোর সরকার। তাই আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে লংমার্চের প্রথম পথসভা শেষ হয়। পথসভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবীর খান ও উপজেলা বিএনপির সভাপতি কাজী সাইয়েদুল আলম বাবুল।

পথসভায় বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আনুষ্ঠানিকভাবে এ লংমার্চ শুরু হয়।

এর পর যাত্রাপথে টাঙ্গাইলের বাইপাসে ও সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভা করবে বিএনপি। বুধবার লালমনিরহাটের ডালিয়া নামক স্থানে তিস্তা ব্যারাজের পাশে জনসভার মধ্য দিয়ে লংমার্চ কর্মসূচি শেষ হবে।

(দ্য রিপোর্ট/টিএস/কেএন/এজেড/এপ্রিল ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর