thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

প্যারামাউন্ট টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

২০১৩ নভেম্বর ১৮ ১৮:০২:২৬
প্যারামাউন্ট টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

দিরিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার থেকে দেশের উভয় পুঁজিবাজারে এ কোম্পানির লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ মার্চ ২০১৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানু’১৩-মার্চ’১৩) আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্যারামাউন্ট টেক্সটাইলের কর পরবর্তী মুনাফা ৩ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৭৩ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৪ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা এবং ০.৭৫ টাকা।

প্রসঙ্গত, ইপিএস হিসাব করা হয়েছে প্রাথমিক গনপ্রস্তাব (আইপিও) পূর্ব ৫ কোটি ৫১ লাখ ২৫ হাজার শেয়ারের হিসাবে। আইপিও পরবর্তী ৮ কোটি ৫১ লাখ ২৫ হাজার শেয়ারের হিসাবে তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির ইপিএস হবে ০.৪৭ টাকা।

গত নয় মাসে (জুলাই’১২-মার্চ’১৩) আইপিও পূর্ববর্তী শেয়ারের হিসাবে এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হবে ১২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা এবং ইপিএস হবে ২.২৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১৩ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা এবং ২.৪৫ টাকা। তবে আইপিও পরবর্তী শেয়ারের হিসাবে এ কোম্পানির ইপিএস হবে ১.৪৭ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হবে ১৫.৮২ টাকা।

দিরিপোর্ট/এইচকে/নভেম্বর ১৮,২০১৩


পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর