thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ

‘সরকারের পতন ঘটিয়ে দাবি আদায় করা হবে’

২০১৪ এপ্রিল ২২ ১২:১৬:২০
‘সরকারের পতন ঘটিয়ে দাবি আদায় করা হবে’

তারেক সালমান, লংমার্চ থেকে : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়েই আমাদের ন্যায্য দাবি আদায় করা হবে।’

জেলা বিএনপির উদ্যোগে টাঙ্গাইলের বাইপাস মোড়ে আয়োজিত লংমার্চের দ্বিতীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘তিস্তার পানি আনার ব্যাপারে আমাদের হাতে দরকষাকষির হাতিয়ার ছিল ট্রানজিট। কিন্তু এ অবৈধ সরকার ভারতকে কোনো চাপ না দিয়ে, তারা না চাইতেই ট্রানজিট দিয়ে দিয়েছে। সরকার তিস্তার পানি আনতে ব্যর্থ হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য এই অবৈধ সরকার হত্যা, গুম ও নির্যাতন করছে।’

তিনি আরও বলেন, ‘অতীতে কোনো স্বৈরাচারী শাসক হত্যা, গুম ও নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। নমরুদ, ফেরাউন, আইয়ুব, ইয়াহিয়া ও এরশাদও ক্ষমতায় টিকে পারে পারেনি। এমনকি শেখ মুজিবও পারেনি। শেখ হাসিনাও এ সব করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’

মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় বাইপাস মোড়ের এ পথসভা শেষ হয়। পথসভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মেজর (অব.) হাজিজ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

এর আগে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আনুষ্ঠানিকভাবে এ লংমার্চ শুরু হয়।

এর আগে গাজীপুরের কালিয়াকৈরে লংমার্চের প্রথম পথসভা অনুষ্ঠিত হয়।

এর পর সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভা করবে বিএনপি। বুধবার লালমনিরহাটের ডালিয়া নামক স্থানে তিস্তা ব্যারাজের পাশে জনসভার মধ্য দিয়ে লংমার্চ কর্মসূচি শেষ হবে।

(দ্য রিপোর্ট/টিএস/কেএন/এজেড/এপ্রিল ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর